বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিনের মমতাময়ী মাতা মুহতারামা মরিয়ম বেগম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ১০ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় ৯০ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ৪ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮.১৫টায় রাজধানী ধানমন্ডি ঈদগাহ মাঠে মরহুমার ১ম নামাজে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাযা নামাজে ইমামতি করেন মুহতারাম আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।
আজ ১১ নভেম্বর বাদ জুমুআ ২টা ২০ মিনিটে বিয়ানীবাজার উপজেলার আষ্টঘরি ঈদগাহ মাঠে ২য় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়৷ জানাজা শেষে মরহুমার আষ্টঘরি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে৷ জানাযা নামাজে ইমামতি করেন মরহুমার সন্তান জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন।
জানাজার পূর্বে সমবেত মুস্ললীদের উদ্দেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব এএইচএম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর জনাব আবদুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর জনাব আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা দক্ষিণের আমীর অধ্যাপক আব্দুল হান্নান প্রমুখ।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহ. সেক্রেটারি লস্কর মুহাম্মদ তাসলিম, মুহাম্মদ মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডাঃ ফখরুদ্দিন মানিক, শিবিরের কেন্দ্রীয় পরিকল্পনা সম্পাদক শাহরিয়ার ফয়সাল, শ্রমিক কল্যাণ ঢাকা মহানগরীর সভাপতি আব্দুস সালাম, ঢাকা বারের সাবেক সহ সভাপতি এড কামাল উদ্দিন, সিলেট জেলা দক্ষিণের নায়েবে আমীর মাওলানা লোকমান আহমদ, সিলেট মহানগর সেক্রেটারি শাহজাহান আলী, জেলা বায়তুলমাল সেক্রেটারি হাকিম নাজিম উদ্দীন, সিলেট মহানগর শিবিরের আব্দুল্লাহ আল ফারুক, সেক্রেটারি ছিদ্দিক আহমদ, সাবেক সভাপতিবৃন্দ, সিলেট জেলা পূর্ব সভাপতি মুহিব্বুল্লাহ হোসনেগির, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়বে আমীর মাওলানা আব্দুর রহমান বড়লেখা উপজেলা আমীর মাওলানা এমাদ উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা আমীর মাওলানা ফয়জুল ইসলাম,পৌর আমীর মাওলানা মস্তফা উদ্দিন, উপজেলা নায়েবে আমীর মাওলানা মুফাচ্ছির আহমদ ফয়জী, সেক্রেটারি মোঃ আবুল কাশেম, মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আল মামুন, সাবেক চেয়ারম্যান আবুল খায়ের উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷