করোনাভাইরাসের প্রভাবে আমুল বদলে গিয়েছে পৃথিবী। প্রিয় বাংলাদেশসহ পৃথিবীর অনেক দেশ লকডাউন করা হয়েছে। এতে পাপাচারের পথ অনেকটা বন্ধ হয়েছে। সুযোগ হয়েছে ঘরে বসে ইবাদত, অধ্যায়ন ও পরিবারকে সময় দেয়ার।
ব্যস্ততার বিচ্ছিন্ন জীবন থেকে পরিবারের সবাই একে অপরের সান্নিধ্যে এসেছে। নামাজ আদায় বেড়েছে। মৃত্যু আতঙ্কে আল্লাহকে ডাকছে মানুষ। এই সময় মূলত দুনিয়ার মানুষের জন্য পরীক্ষা।
‘আর নিশ্চয়ই আমরা ভীতি, অনাহার, প্রাণ ও সম্পদের ক্ষতির মাধ্যমে এবং উপার্জন ও আমদানী হ্রাস করে তোমাদের পরীক্ষা করবো।’ (সূরা বাকারা ১৫৫)
মুমিন বান্দা মহামারীতে আক্রান্ত হবে না এটা আল্লাহ তায়ালার প্রতিশ্রুতি নয়। বরং মহান আল্লাহ মানুষকে পরীক্ষা করার ঘোষণা দিয়েছেন। তাই আসুন স্বাস্থ্যসম্মত চলাফেরা মেনে চলার পাশাপাশি আখেরাতের জন্য নিজেকে প্রস্তুত করি।
ইবাদতে মশগুল হই :
‘কাজেই যখনই অবসর পাও ইবাদাতের কঠোর শ্রমে লেগে যাও এবং নিজের রবেরই প্রতি মনোযোগ দাও।’ (সূরা আলাম নাশরাহ ৭-৮)
আল্লাহর নিকট তাওবা করি :
‘যারা বদ আমল করে, তারপর তাওবা করে ও ঈমান আনে নিশ্চয়ই আপনার রব তাওবা ও ঈমানের পর বড়ই ক্ষমাশীল ও মেহেরবান।’ (সূরা আরাফ ১৫৩)
ঋণ পরিশোধ ও যাকাত আদায় করি, মজুরি বুঝিয়ে দেই এবং অসহায় মানুষের পাশে দাঁড়াই :
‘লোকদের হিসাব-নিকাশের সময় খুব কাছে এসে গেছে। অথচ তারা গাফিলতির মধ্যে পড়ে মুখ ফিরিয়ে রেখেছে।’ (সূরা আম্বিয়া ১)
পরিবারের সদস্যদের কুরআন শিক্ষা দেই :
হযরত উসমান রা. থেকে বর্ণিত রাসূলুল্লাহ সা. বলেছেন, তোমাদের মধ্যে সেই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি যে নিজে কুরআন শিক্ষা গ্রহণ করে এবং অন্যকে শিক্ষা দেয়। (বুখারী)
ঘরে থাকার এই সময়ে কুরআন তেলওয়াত এবং কুরআন, হাদীস, ইসলামী সাহিত্য অধ্যায়ন জরুরি। সারাক্ষণ ঘরে থাকলেও কীভাবে যেনো সময় চলে যায়। এজন্য রুটিন করে ইবাদত ও অধ্যায়নের জন্য সময় ভাগ করে নিতে হবে। রুটিনের মধ্যে অত্মীয়, স্বজন ও পরিচিতজনদের অনলাইনের মাধ্যমে খোঁজ নেয়া অন্তর্ভুক্ত করতে হবে।
নিজ অধ্যায়নের পাশাপাশি পরিবারের অন্যান্যদের বিশেষ করে শিশুদের জন্য সময় বরাদ্দ রাখতে হবে। শিশুরা যেনো এই অবসর সময়ে আমাদের কাছ থেকে কুরআন শেখার সুযোগ পায়।
পরিশেষে পাপাচার মুক্ত হয়ে আল্লাহর দিকে রুজু হওয়া যেনো লোক দেখানো না হয় :
‘হে ঐসব লোক যারা ঈমান এনেছো! আল্লাহকে তেমনি ভয় কর, যেমন ভয় করা উচিত। আর মুসলিম অবস্থায় ছাড়া যেনো তোমাদের মৃত্যু না হয়।’ (সূরা আল ইমরান ১০২)